News71.com
 Bangladesh
 25 Apr 24, 11:34 PM
 33           
 0
 25 Apr 24, 11:34 PM

বাংলাদেশে মজবুত রাজনৈতিক কাঠামো দেখতে চায় যুক্তরাষ্ট্র॥

বাংলাদেশে মজবুত রাজনৈতিক কাঠামো দেখতে চায় যুক্তরাষ্ট্র॥

নিউজ ডেস্কঃ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় কৌশলের (আইপিএস) আওতায় বাংলাদেশে অবাধ ও মুক্ত রাজনৈতিক ব্যবস্থা চায় যুক্তরাষ্ট্র। যেখানে নাগরিক সমাজ সরব ও বেসরকারি খাত সক্রিয় ভূমিকা পালন করতে পারবে। আজ বৃহস্পতিবার ঢাকায় দেশটির দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। আইপিএস বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন।

মার্কিন এই কূটনীতিক বলেন, মুক্ত ও অবাধ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়তে হলে বাংলাদেশসহ এই অঞ্চলের দেশগুলোয় সমৃদ্ধির জন্য সুশাসন, ভালো সরকার, মজবুত রাজনৈতিক কাঠামো, নাগরিকদের সংগঠন করার স্বাধীনতা, সরব নাগরিক সমাজ, সক্রিয় বেসরকারি খাত ও শ্রমিকের অধিকার রক্ষার দিকগুলো নিশ্চিত করা দরকার। গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি ছিল, তাতে কোনো পরিবর্তন এসেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তাঁর দেশ নির্বাচনের পর সার্বিক বিষয় পর্যালোচনা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন