News71.com
 Bangladesh
 18 Feb 16, 11:30 AM
 1110           
 0
 18 Feb 16, 11:30 AM

ঢাকায় মার্কিন নাগরিক অপহৃত ।। মামলা দায়ের

ঢাকায় মার্কিন নাগরিক অপহৃত ।। মামলা দায়ের

নিউজ ডেস্ক : রাজধানীর কুটনৈতিক এলাকা বনানী সংলগ্ন মহাখালী এলাকা থেকে বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক মফিজুল ইসলাম অপহৃত হয়েছেন। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার একদিন পর গতকাল বুধবার রাতেই অপহৃত'র ভাগনে আবুল হোসেন বাদী হয়ে কাফরুল থানায় মামলা করেছেন।

জানাগেছে গত মঙ্গলবার মতিঝিল থেকে কাজ সেরে বারিধারা যাওয়ার পথে মহাখালী ফ্লাইওভারের ওপরে মোটর সাইকেল ও গাড়ি দিয়ে মফিজুলের গাড়ির গতিরোধ করেন চার দুর্বৃত্ত। এসময় গাড়িচালককে মারধর করেন তারা। পরে তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যান দুর্বৃত্তরা।

তিনি আরো জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করেন মফিজুল ইসলাম। গত ২২ জানুয়ারি তিনি দেশে আসেন। এখানে তিনি বারিধারার পার্ক রোডের ১০৩ নম্বর বাসায় ওঠেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মফিজুলের কোন সন্ধান করতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন