News71.com
 Bangladesh
 26 May 24, 10:48 AM
 38           
 0
 26 May 24, 10:48 AM

তারল্য সংকট কাটাতে চাহিদা বাড়ছে কলমানিতে॥

তারল্য সংকট কাটাতে চাহিদা বাড়ছে কলমানিতে॥


নিউজ ডেস্কঃ সাধারণত ঈদের আগে আন্তঃব্যাংক মুদ্রাবাজার বা কলমানিতে টাকার চাহিদা বাড়ে। সেই সঙ্গে বাড়ে সুদহারও। কিন্তু সম্প্রতি ব্যাংকগুলোর তারল্য সংকট বাড়ায় উত্তাপ বাড়ছে কলমানি মার্কেটেও। জানা গেছে, অর্থবছরের শেষ সময়ে সরকারের উন্নয়ন ব্যয় মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণের মাত্রা আগের চেয়ে বাড়িয়েছে। অন্যদিকে বেসরকারি খাতে ঋণের চাহিদাও আগের চেয়ে বাড়ছে। ফলে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বাড়লেও আমানত সেই হারে বাড়ছে না। এতে ব্যাংক খাতে তারল্য সংকট তৈরি হয়েছে। আর এই তারল্য সংকট মেটাতে ব্যাংকগুলো ছুটছে কলমানি মার্কেটে। ফলে চাহিদা বাড়ছে কলমানিতে। ধারাবাহিকভাবে ধারের পরিমাণ বাড়ার পাশাপাশি বাড়ছে সুদহারও।

গত বৃহস্পতিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে কলমানিতে ৯ দশমিক ২৪ শতাংশ সুদে ২ হাজার ৮৫৯ কোটি টাকা লেনদেন হয়েছে। আন্তঃব্যাংক মুদ্রাবাজার ছাড়াও সরকারি ঋণসহ সব ধরনের সুদহার এখন বাড়তির দিকে। ব্যাংকাররা জানান, উচ্চ মূল্যস্ফীতির ব্যাংকাররা জানান, কারণে আমানত তেমন বাড়ছে না। এ ছাড়া ডলার-সংকট মেটাতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করতে হচ্ছে, যার বিপরীতে ব্যাংক থেকে টাকা উঠে আসছে। এসব কারণে ডলারের পাশাপাশি বেশির ভাগ ব্যাংকে টাকার সংকট চলছে। এ ছাড়া ব্যাংক একীভূতকরণের উদ্যোগে অধিকাংশ গ্রাহক আস্থাহীনতায় ভুগছেন। ফলে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন