News71.com
 Bangladesh
 19 Jun 24, 11:22 AM
 46           
 0
 19 Jun 24, 11:22 AM

তিস্তা ও দুধকুমারের নদীর পানি বিপৎসীমার ওপরে॥ কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তা ও দুধকুমারের নদীর পানি বিপৎসীমার ওপরে॥ কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

 

 

নিউজ ডেস্ক: ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। ইতিমধ্যে তিস্তা ও দুধকুমার নদের পানি বিপৎসীমা অতিক্রম করছে। অন্য নদ-নদীর পানি বেড়েই চলেছে। এতে নদ-নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার রাজারহাট উপজেলার তিস্তা অববাহিকার বিদ্যানন্দ ইউনিয়নের কয়েকটি এলাকায় ভাঙন শুরু হয়েছে। পাউবো কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় ভাঙনকবলিত পরিবারগুলোর অনেকে নিরুপায় হয়ে বসতি সরিয়ে নিচ্ছে। ভাঙনের হুমকিতে আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় বাজারসহ অন্তত শতাধিক পরিবার। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন