News71.com
 Bangladesh
 20 Jun 24, 11:59 PM
 57           
 0
 20 Jun 24, 11:59 PM

মিয়ানমার থেকে গুলি হলে আমরাও পাল্টা গুলি চালাব॥ স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে গুলি হলে আমরাও পাল্টা গুলি চালাব॥ স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

নিউজ ডেস্ক: তারা আমাদের যেটা জানিয়েছে, আমরা যেন বাংলাদেশের পতাকা উড়িয়ে রাখি, তাহলে সেখানে আর তারা গুলি করবে না।’ তিনি আরও বলেন, ‘আপনারা জানেন সেন্টমার্টিন যেতে হলে আমাদের নাফ নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে, মিয়ানমারের অংশ দিয়েই যেতে হয়, সেখানেই এই বিপত্তিটা ঘটে। কখনো মিয়ানমার আর্মি, আবার কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা দুজনকেই বলে দিয়েছি, এরপর আমাদের গুলি করলে আমরাও পাল্টা গুলি করব। তদন্ত শেষ হওয়ার আগে আমি কিছু বললে সেটা একটা অন্যপক্ষের সমর্থনে চলে যেতে পারে। তাই আমি তদন্ত শেষের আগে কিছুই বলব না। তবে আমি এটুকু বলতে পারি, সঠিক তদন্ত হচ্ছে। আমরা খুব কাছাকাছি আছি। হত্যার সকল উত্তর আমরা পেলে আপনাদের জানিয়ে দেব। ডিবি স্বাধীনভাবে কাজ করছে। ’ আনারকন্যা ডরিনের বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এগুলো তার অনুমানভিত্তিক তথ্য। আমাদের পক্ষ থেকে ডিবি পুলিশকে কোনো রকমের চাপ প্রয়োগ করা হয়নি। আমাদের ডিবি পুলিশ এবং ভারতের পুলিশও এই হত্যা মামলা তদন্ত করছে। সুতরাং কোনো জায়গায় কোনো ফাঁকফোকর থাকবে বলে আমার মনে হয় না। ’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন