News71.com
 Bangladesh
 20 Jun 24, 11:59 PM
 59           
 0
 20 Jun 24, 11:59 PM

আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছেন॥ সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন

আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছেন॥ সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন

 

 

 

নিউজ ডেস্ক: কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এসব ব্যাপারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি কমবে।সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাজেট শুধু বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়, বাজেট এদেশের মানুষের প্রত্যাশা, তাদের জীবন মানের উন্নয়ন, তাদের ছেলে-মেয়েদের ভবিষ্যত, সরকারের ভিশন ও পরিকল্পনা বাস্তবায়ন এবং সেই সব ভিশন অর্জনে বিভিন্ন পদক্ষেপ ও তার রূপরেখা জানানোর হাতিয়ার। সেদিক থেকে বাংলাদেশের বাজেট অনন্য।

 

মোমেন বলেন, সাধারণ নাগরিক এখন অনেক চ্যালেঞ্জের মধ্যে আছেন। তাই তারা সবাই জাতির আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন। সাধারণ নাগরিকের বড় প্রশ্ন হচ্ছে-এক-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুই-অধিকতর কর্মসংস্থান, তিন-রাজস্ব বৃদ্ধি, চার-রন্ধে রন্ধে দুর্নীতি, চাঁদাবাজী, ও প্রশাসনের হয়রানি বন্ধকরণ।তিনি আরও বলেন, দেশে যথেষ্ট কর্মসংস্থান না থাকায় প্রতিবছর হাজার হাজার কর্মক্ষম লোক বৈধ ও অবৈধ পথে বিদেশে পাড়ি দিচ্ছে। সরকারি তথ্যমতে আমাদের দেশে ৩.৬% ভাগ বেকার। অর্থনীতির ছাত্র জানে যে ৪% ভাগের নীচে বেকার থাকলে তাকে Full employment বলে। অর্থাৎ দেশে কোনো বেকার নাই। কিন্তু আমার অফিসে প্রতি দশজন দর্শনার্থীর মধ্যে ছয়জনই চাকরির জন্য আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন