News71.com
 Bangladesh
 21 Jun 24, 05:48 PM
 56           
 0
 21 Jun 24, 05:48 PM

বঙ্গবন্ধু রেল সেতুর ৮৭% কাজ শেষ॥ উদ্বোধন ডিসেম্বরে

বঙ্গবন্ধু রেল সেতুর ৮৭% কাজ শেষ॥ উদ্বোধন ডিসেম্বরে

 

 

 

নিউজ ডেস্ক: যমুনা নদীর ওপর বাংলাদেশ রেলওয়ের মেগাপ্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। চলতি বছরের ডিসেম্বরেই সেতুটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানান, এর মধ্যে ৮৭ ভাগ কাজ শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই বাকি কাজ শেষ হবে। এরপর উত্তরাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই রেলসেতু ট্রেন চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। “আশা করছি, ডিসেম্বরের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করবেন। এ লক্ষ্য নিয়েই সব প্রস্তুতি এগিয়ে চলছে।”

 

এর মধ্যেই যমুনা নদীর গভীরতা ও তীব্র স্রোতের সঙ্গে যুদ্ধ করে সেতুর সুপার স্ট্রাকচার স্প্যান স্থাপনের মাধ্যমে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রান্তের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে। ফলে নদীর ওপর চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি এখন পুরোটাই দৃশ্যমান।বর্তমানে সেতুর উভয় প্রান্তে স্টেশন আধুনিকায়ন, রেল ট্র্যাক লিঙ্কিং (সংযোগ), ব্যালান্সিংসহ (ভারসাম্য রক্ষা) নানা খুঁটিনাটি কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।এই সেতু দিয়ে কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে তা নিয়ে জনগণের মধ্যে শুরু হয়েছে আলোচনা, বাড়ছে আগ্রহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন