News71.com
 Bangladesh
 24 Jun 24, 10:55 PM
 46           
 0
 24 Jun 24, 10:55 PM

পুঁজিবাজারে সূচকে ফিরছে গতি- কাটছে না লেনদেনে খরা॥

পুঁজিবাজারে সূচকে ফিরছে গতি- কাটছে না লেনদেনে খরা॥

 

 

 

নিউজ ডেস্ক: দীর্ঘ দরপতনের পর বেশ কয়েক দিন থেকে ইতিবাচক প্রবণতায় লেনদেন হচ্ছে পুঁজিবাজারে। এতে সূচকে গতি ফিরলেও লেনদেন হচ্ছে না আশানুরূপ। লেনদেনে জোয়ার না এলেও দুর্বল শেয়ারে খুব বেশি কারসাজি হচ্ছে না। মৌলভিত্তির শেয়ার বেচাকেনা হচ্ছে। ফলে প্রকৃত বিনিয়োগকারীরা ফিরছেন বলে মনে করেন বিশ্লেষকেরা।দীর্ঘদিন মন্দার মধ্যে থাকা পুঁজিবাজার গত পাঁচ কর্মদিবসে উত্থান হয়েছে। এই সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকে যোগ হয়েছে ১৭৭ পয়েন্ট। বিষয়টি আশাবাদী করছে বিনিয়োগকারীদের। তবে সামগ্রিকভাবে বিনিয়োগকারীদের মধ্যে দানা বাঁধা আতঙ্ক এখনো কাটেনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন