News71.com
 Bangladesh
 26 Jun 24, 09:09 AM
 33           
 0
 26 Jun 24, 09:09 AM

অসুস্থ খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে মাঠে নামছে বিএনপি॥

অসুস্থ খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে মাঠে নামছে বিএনপি॥

 

 

 

 

নিউজ ডেস্ক: গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের কোনো কৃতিত্ব  নেই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যা করেছি আমরাই করেছি, পরিবার-দল করেছে। আমরা বিদেশ থেকে ডাক্তার নিয়ে এসেছিলাম।মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি সৃষ্টি হয়েছে দেশের সার্বভৌমত্বের স্বার্থে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে যা করা প্রয়োজন, বিএনপি তা-ই করবে। একটি কথা পরিষ্কার করে বলি, আমাদের আন্দোলন কিন্তু ভারতের বিরুদ্ধে নয়, এ সরকারের বিরুদ্ধে। ভারতের কাছ থেকে দাবি আদায়ে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। পানির হিস্সা নিয়ে আলোচনা না করেই চুক্তি করে যাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কানেকটিভিটি আমার দেশের স্বার্থে হবে। নিজ দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না। তিস্তার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। সরকার পানির বিষয়ে কিছু করছে না, সীমান্ত হত্যা নিয়ে কিছুই বলছে না। প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে হওয়া চুক্তিগুলোতে কোথায় বাংলাদেশের স্বার্থ রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেন বিএনপির মহাসচিব। বিএনপি ভারতের কাছে বিক্রি হয়ে গেছে- সরকারি দলের এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমরা বিক্রি হলে তো সরকারেই থাকতাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন