News71.com
 Bangladesh
 01 Jul 24, 09:43 AM
 27           
 0
 01 Jul 24, 09:43 AM

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপকর্ম সংগঠিত হচ্ছে॥ সিআইডি প্রধান

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপকর্ম সংগঠিত হচ্ছে॥ সিআইডি প্রধান


নিউজ ডেস্কঃ মোবাইল ব্যাংকিং অপারেটররা সরাসরি বা পরোক্ষভাবে তাদের এজেন্ট বা বিতরণকারী প্রতিষ্ঠান অপরাধ করছে। সন্দেহজনক লেনদেন বা ই-মানি ট্রানজেকশন অপরাধের জন্য মোবাইল ব্যাংকিং অপারেটরগুলোকে আইনের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। রোববার (৩০ জুন) দুপুরে সিআইডি সদর দপ্তরে ‘সাবমিশন অব রিসার্চ রিপোর্ট অন চ্যালেঞ্জ অব কন্ট্রোলিং ইলিগ্যাল মানি ট্রান্সফার থ্রো মোবাইল অ্যাপস: এ স্টাডি অন অনলাইন গ্যাম্বলিং’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

সিআইডিপ্রধান বলেন, বাংলাদেশে পাচারসহ অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট ডাটা নেই। বিশ্বের বিভিন্ন দেশে মানি লন্ডারিংয়ের ডাটা আছে। আমাদের এখন জরুরি একটি কেন্দ্রীয় ডাটা সেন্টার; বিশেষ করে ফিন্যান্সিয়াল সাইটের, যেখানে সিআইডির প্রবেশাধিকার থাকবে। ‘আমরা দেখছি বিকাশ, নগদ, রকেট বা উপায় যেটাই হোক, এরা কিন্তু সরাসরি বা পরোক্ষভাবে এজেন্ট প্রতিষ্ঠান অপরাধ করছে। সন্দেহজনক লেনদেন বা ই-মানি ট্রাকজেকশন অপরাধের জন্য মোবাইল ব্যাংকিং অপারেটরগুলোকে আইনের আওতায় আনা উচিত’, বলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন