News71.com
 Bangladesh
 03 Jul 24, 10:20 PM
 99           
 0
 03 Jul 24, 10:20 PM

কলড্রপ ইস্যুতে গ্রামীণফোনকে শোকজ॥ জরিমানা হতে পারে ৩০০ কোটি

কলড্রপ ইস্যুতে গ্রামীণফোনকে শোকজ॥ জরিমানা হতে পারে ৩০০ কোটি


নিউজ ডেস্কঃ কলড্রপ ইস্যুতে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে শোকজ করেছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)। আজ বুধবার রাজধানীর আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।প্রতিমন্ত্রী বলেন, ‘স্পেকট্রাম বরাদ্দের তুলনায় ইউটিলাইজেশন কম। ওরা বারবার বলে টাওয়ার কম। কিন্তু টাওয়ার যা আছে, তাতে বিটিআরসি যতটুকু স্পেকট্রাম বরাদ্দ দিয়েছে, সেটা কেন ব্যবহার করছে না? কারণ ওই স্পেকট্রাম ইউটিলাইজ করতে গেলে আরও কিছু টেকনোলজি ও ফাইন্যান্সের বিষয় আছে, যেটা তাদের প্রতিশ্রুতি ছিল। কেন তারা সেটা করল না? এ কারণে আমরা তাদের শোকজ করেছি। তারা সদুত্তর দিতে না পারলে ১ কোটি থেকে ৩০০ কোটি টাকা জরিমানা করা হতে পারে।’ এর আগে ৩০ জুন বিটিআরসিতে এক সভায় জানানো হয়, ১ জুলাই থেকে কলড্রপ ইস্যুতে মোবাইল অপারেটরগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে। এরপর সর্বপ্রথম গ্রামীণ ফোনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন