News71.com
 Bangladesh
 04 Jul 24, 10:50 PM
 34           
 0
 04 Jul 24, 10:50 PM

তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশই সিদ্ধান্ত নেবে॥ চীনা রাষ্ট্রদূত

তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশই সিদ্ধান্ত নেবে॥ চীনা রাষ্ট্রদূত

 

 

নিউজ ডেস্কঃ তিস্তা প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চায় চীন। তবে এ প্রকল্প নিয়ে বাংলাদেশই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এক প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের প্রস্তাবে তিস্তা প্রকল্প নিয়ে আমরা কাজ করেছি। তবে এ প্রকল্প বাস্তবায়ন কে করবে, তা বাংলাদেশ সরকারই সিদ্ধান্ত নেবে। আমরা চাই, এ প্রকল্প বাস্তবায়ন হোক, এটি উত্তরাঞ্চলের মানুষের জন্যই প্রয়োজন। প্রকল্পটি নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর চীন সফরে কয়টি চুক্তি হবে, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, তা জানতে হলে কিছু দিন অপেক্ষা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন