News71.com
 Bangladesh
 06 Jul 24, 10:06 AM
 61           
 0
 06 Jul 24, 10:06 AM

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির কিয়ার স্টারমার॥ অভিনন্দন জানিয়ে শেখ হাসিনার চিঠি

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির কিয়ার স্টারমার॥ অভিনন্দন জানিয়ে শেখ হাসিনার চিঠি


নিউজ ডেস্কঃ টানা এক যুগেরও বেশী সময় ক্ষমতার বাইরে থাকার পর যুক্তরাজ্যে ক্ষমতায় ফিরল লেবার পার্টি। গতকাল ভোটে অভাবনীয় জয়ের পর লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন দেশটির রাজা চার্লস। ফলাফল ঘোষনার পরপরই অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে বাংলাদেশ প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে দেশটির লেবার সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়ে গতকাল শুক্রবার লেখা চিঠিতে শেখ হাসিনা লেবার সরকারের সঙ্গে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন গতকাল জানিয়েছে, তারা ওই চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দিয়েছে।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, ‘যুক্তরাজ্যে গত ৪ জুলাইয়ের নির্বাচনে আপনার দলের ঐতিহাসিক বিজয় এবং ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন ও নর্দার্ন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব গ্রহণের জন্য আমি আমার এবং বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে লিখছি। এই দ্ব্যর্থহীন বিজয় আপনার দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এবং বিশ্বব্যাপী শান্তিকে উৎসাহিত করার জন্য আপনার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণের আস্থা ও বিশ্বাসের স্পষ্ট সাক্ষ্য।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, ‘আমি এই সুযোগে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর দল আওয়ামী লীগের সঙ্গে লেবার পার্টির চিরস্থায়ী বন্ধুত্ব এবং ১৯৭১ সালে আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের সময় স্যার হ্যারল্ড উইলসন, থমাস উইলিয়ামস কেসি এবং লর্ড পিটার শোরের মতো আইকনিক নেতা এবং প্রকৃতপক্ষে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল আকাঙ্ক্ষার ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক গঠিত হওয়ার কথা স্মরণ করছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন