নিউজ ডেস্কঃ খুলনার ডুমুরিয়ার উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। ৪৫ বছর বয়সী রবিউল ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং শরফপুর ইউনিয়ন পরিষদের টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। শনিবার রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় তাকে গুলি করা হয়। ওই সময় তিনি মোটরসাইকেলে করে ডুমুরিয়া থেকে খুলনায় যাচ্ছিলেন।
ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে আলামত সংগ্রহের চেষ্টা করি।” স্থানীয়দের বরাতে ওসি বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ওয়াপদা ব্রিজের পূর্বপাশে হঠাৎ গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখতে পান, একজন পড়ে আছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবংপরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনার পুলিশ সুপার সাইদুর রহমান জানান, “কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল তা তদন্ত ছাড়া বলা যাবে না। ঘটনার পরপরই আসামিদের ধরতে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।”