নিউজ ডেস্কঃ চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ বিদ্যমান কোটাপদ্ধতি বাতিলের হাইকোর্টের রায়ের অপেক্ষায় রাষ্ট্রপক্ষ। রায়ের কপি পেলেই দ্রুতই লিভ টু আপিল দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনো হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ হয়নি। এদিকে কোটা বাতিলের দাবিতে রাজপথে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বাংলা ব্লকেড' পালন করছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল সোমবার নিজ কার্যালয়ে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, 'হাইকোর্ট কোটা বাতিল করে রায় দিয়েছে। ঐ রায়ের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে গেছে।