News71.com
 Bangladesh
 17 Jul 24, 10:58 AM
 42           
 0
 17 Jul 24, 10:58 AM

রেমিট্যান্স প্রণোদনায় ১২ ব্যাংকের জালিয়াতি চিত্র সামনে এল সিএজি’র নিরিক্ষায়॥

রেমিট্যান্স প্রণোদনায় ১২ ব্যাংকের জালিয়াতি চিত্র সামনে এল সিএজি’র নিরিক্ষায়॥

 

নিউজ ডেস্কঃ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে প্রণোদনার নগদ অর্থ বিতরণে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকসহ মোট ১২ ব্যাংকে জালিয়াতির প্রমাণ পেয়েছে বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) দপ্তর। রেমিট্যান্সের প্রণোদনা বিতরণ নিয়ে সংস্থাটির কমপ্লায়েন্স অডিট প্রতিবেদনে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্সের প্রণোদনা-সংক্রান্ত ৬ হাজার ১১৯টি লেনদেনের ক্ষেত্রে গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। এতে রাষ্ট্রের ৬৪ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৫৮ টাকা ক্ষতি হয়েছে।

রেমিট্যান্সের প্রণোদনা বিতরণ নিয়ে ২০১৯-২০ থেকে ২০২০-২১ অর্থবছরে এসব নিরীক্ষা চালায় সিএজি দপ্তর। নিরীক্ষায় অনিয়ম ধরা পড়া রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক হলো সোনালী, অগ্রণী, জনতা এবং রূপালী। আর বেসরকারিগুলো হলো পূবালী, ডাচ্-বাংলা, ব্র্যাক, এনসিসি, সাউথইস্ট, মিউচুয়াল ট্রাস্ট এবং ব্যাংক এশিয়া। ব্যাংকগুলো ৬ হাজার ১১৯টি লেনদেনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম করেছে। আর অনিয়মের ৬৪ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৫৮ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে সুপারিশ করা হয়েছে অডিট রিপোর্টে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন