News71.com
 Bangladesh
 17 Jul 24, 11:21 PM
 91           
 0
 17 Jul 24, 11:21 PM

কোটা আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত হবে॥ প্রধানমন্ত্রী

কোটা আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত হবে॥ প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডসহ যে সব অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু বিচারের স্বার্থে সে সব বিষয়ে বিচারবিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা দেশকে কোন উদ্দেশ্যে অরাজকতার দিকে ঠেলে দিলো, তাও তদন্ত করে বের করা হবে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কিছু মহল আন্দোলনের সুযোগ নিয়ে, অনাকাঙ্ক্ষিত উচ্চাভিলাষ চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে যে সকল ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন চলে গেলো। আপনজন হারানোর বেদনা যে কতো কষ্ঠের, তা আমার চেয়ে বেশি কে জানে। এ সময় অশ্রুসিক্ত চোখে শেখ হাসিনা বলেন, যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে, তা কখনোই কাম্য ছিল না

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন