News71.com
 Bangladesh
 18 Jul 24, 10:19 AM
 214           
 0
 18 Jul 24, 10:19 AM

টেকনাফগামী যাত্রীবাহী ট্রলারে মিয়ানমারের গুলি বর্ষন॥

টেকনাফগামী যাত্রীবাহী ট্রলারে মিয়ানমারের গুলি বর্ষন॥


নিউজ ডেস্কঃ কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফগামী যাত্রী ট্রলারে মিয়ানমার থেকে শতাধিক গুলি করা হয়েছে। ট্রলারটির বিভিন্ন স্থানে গুলি লাগলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া শাহপরীর দ্বীপ জেটিঘাটেও মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়েছে। বুধবার বিকেলে সেন্টমার্টিন থেকে ৭০ জন যাত্রীবাহী নিয়ে দুটি ট্রলার টেকনাফে আসার পথে নাফ নদের বদরমোকাম মোহনায় গোলার চরে পৌঁছালে এ গুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ট্রলারটি জেটিঘাটে নৌঙর করে যাত্রীদের নামিয়ে দেওয়ার হয়। এ সময় জেটিঘাটেও গুলি এসে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন