News71.com
 Bangladesh
 18 Jul 24, 10:20 AM
 91           
 0
 18 Jul 24, 10:20 AM

রপ্তানির তথ্যে গড়মিল থাকলেও জিডিপি কমবে না॥ অর্থ মন্ত্রণালয়

রপ্তানির তথ্যে গড়মিল থাকলেও জিডিপি কমবে না॥ অর্থ মন্ত্রণালয়

 

নিউজ ডেস্কঃ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্যে চেয়ে প্রকৃত রপ্তানি বেশ কম বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর প্রভাবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাশাপাশি মাথাপিছু আয়, মাথাপিছু জিডিপিসহ সংশ্লিষ্ট সব খাতেই এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আসছিলেন অর্থনীতিবিদরা। তবে অর্থ মন্ত্রণালয় বলছে, রপ্তানির বিপরীতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রকৃতপক্ষে দেশে আসে, তার ভিত্তিতেই জিডিপির হিসাব করা হয়। তাই এর প্রভাবে জিডিপি ও মাথাপিছু আয় কমবে না।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রপ্তানি তথ্যের গরমিল নিয়ে সোমবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থ বিভাগের সচিব ড. মো খায়েরুজ্জামান মজুমদার, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন