News71.com
 Bangladesh
 31 Oct 24, 09:09 AM
 9           
 0
 31 Oct 24, 09:09 AM

আজ সনাতন সম্প্রদায়ের কালীপূজা॥পালিত হবে দীপাবলি উৎসব

আজ সনাতন সম্প্রদায়ের কালীপূজা॥পালিত হবে দীপাবলি উৎসব

নিউজ ডেস্কঃ শিশির ঝরা হেমন্তের ঘন ঘোর অমাবস্যা তিথিতে আজ বৃহস্পতিবার পালিত হবে সনাতন সম্প্রদায়ের অন্যতম বৃহদ ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা। এই উপলক্ষে দীপাবলির আলোতে উদ্ভাসিত করে তুলবেন চারদিক। সনাতনীরা বিশ্বাস করেন, এ মাহেন্দ্রলগনে আবির্ভাব ঘটবে কালী দেবীর। ভূ-ভারত হয়ে এ দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ পালন করবে দীপাবলি উৎসব। ন্যায়ের জয় আর পারলৌকিক আঁধার সরিয়ে ফেলার কামনায় তারা নৈবেদ্য দেবে তাদের কালীমাতার পাদপদ্মে। মঙ্গল শিখায় হিন্দু গৃহগুলো আলোকিত করে রাখা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন