News71.com
 Bangladesh
 25 Jul 24, 09:35 AM
 32           
 0
 25 Jul 24, 09:35 AM

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সূচি॥

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সূচি॥

 


নিউজ ডেস্কঃ সীমিত পরিসরে খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। নতুন সুচি অনুযায়ি আজ হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এগুলো নিষ্পত্তি হবে বেলা ১টা ৪৫ মিনিটের মধ্যে। আর রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তির জন্য ১২টার মধ্যে পাঠাতে হবে যেগুলো বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে নিষ্পত্তি হবে। গতকাল বুধবার আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির নতুন সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ও আজ বৃহস্পতিবারের জন্য এ সূচির নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট। নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ- বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এ তিন প্ল্যাটফরমের কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন