News71.com
 Bangladesh
 25 Jul 24, 09:36 AM
 60           
 0
 25 Jul 24, 09:36 AM

ভূলঃবশত জাতিসংঘের লোগো ভুলে মোছা হয়নি॥পররাষ্ট্রমন্ত্রী

ভূলঃবশত জাতিসংঘের লোগো ভুলে মোছা হয়নি॥পররাষ্ট্রমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বিক্ষোভের সময় জাতিসংঘের লোগোসংবলিত যেসব যান ব্যবহৃত হয়েছে, তাতে বিশ্ব সংস্থাটির লোগো ভুলে মোছা হয়নি। পরে সেই লোগোগুলো মুছে দেওয়া হয়েছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান। তিনি বিকেলে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ধ্বংসের শিকার কয়েকটি স্থান বিদেশি কূটনীতিকদের ঘুরিয়ে দেখান। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। গত সোমবার নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের লোগো শুধু শান্তিরক্ষা মিশনে নিযুক্ত থাকার সময় ব্যবহারের বিধান রয়েছে।


বাংলাদেশে বিক্ষোভ চলাকালে জাতিসংঘের লোগোসংবলিত যানের ব্যবহার নিয়ে উদ্বেগের বিষয়টি বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। বাংলাদেশে বিক্ষোভের সময় জাতিসংঘের যান ব্যবহারের বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘জাতিসংঘের কোনো যান ব্যবহৃত হচ্ছে না। আমি এখানে বিষয়টি পরিষ্কার করি। এগুলো (যান) বাংলাদেশেরই, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভাড়া দেওয়া হয়েছিল মাত্র । তবে লোগোটা মোছা হয়নি, ভুলে। সেই লোগোগুলো এখন মুছে দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন