News71.com
 Bangladesh
 25 Jul 24, 08:40 PM
 20           
 0
 25 Jul 24, 08:40 PM

সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে॥ প্রধানমন্ত্রী

সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে॥ প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ কোটাবিরোধী আন্দোলন ঘিরে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশের জনগণেরই ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, জনগণকেই সোচ্চার হতে হবে। কারণ, এরা (সন্ত্রাসী-জঙ্গিবাদীরা) তো কোনো দিনই দেশে ভালো কিছু করতে পারেনি। বিগত বছরগুলো গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকা এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা জঙ্গিবাদ দমন করে দীর্ঘসময় একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছি। সেই জায়গাটায় আজকে চরম একটা আঘাত দিল।

বুধবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটরস গিল্ডসের উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও হেড অব নিউজ এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দেশবাসীকে সব ধরনের সন্ত্রাস-জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, যেভাবে ধ্বংসযজ্ঞ, পোশাক তৈরি করা হলো কালো প্যান্ট, সাদা শার্ট; ফলস (ভুয়া) আইডি কার্ড, পেছনে ব্যাগের মধ্যে কী আছে? পাথর আর ধারালো অস্ত্র। মসজিদে অস্ত্র নিয়ে ইমামকে মাইকিং করতে বাধ্য করা, এই যে জঙ্গিবাদের একটা বিভৎস চেহারা আজকে সবার সামনে চলে আসল, এটার বিরুদ্ধে জাতিকে রুখে দাঁড়াতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন