News71.com
 Bangladesh
 25 Jul 24, 08:40 PM
 35           
 0
 25 Jul 24, 08:40 PM

যুক্তরাষ্ট্রকে ইরান-বিরোধী জোট গঠনের আহ্বান ইসরায়েলি প্রধানমন্ত্রীর॥

যুক্তরাষ্ট্রকে ইরান-বিরোধী জোট গঠনের আহ্বান ইসরায়েলি প্রধানমন্ত্রীর॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে নতুন একটি ইরান-বিরোধী জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলোকে এই জোটে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। বুধবার (২৪ জুলাই) ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া এক ভাষণে তিনি এই আহ্বান জানান। খবর আলজাজিরার।মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ‘আমরা এটিকে আব্রাহাম জোট বলতে পারি। যুক্তরাষ্ট্র ও ইসরাইল এ জোট গড়তে পারে।’

তিনি বলেন, হামাস এবং অন্যান্য ইরান-সমর্থিত গ্রুপের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ জড়িত আছে। যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে একসঙ্গে থাকতে হবে। আমরা যখন একসঙ্গে থাকি, তখন খুব সহজ একটা জিনিস ঘটে। আমরা জিতি, প্রতিপক্ষ হারে।’ মধ্যপ্রাচ্যে আলোচিত আব্রাহাম চুক্তি সম্পাদনে সহায়তার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন নেতানিয়াহু।ক্ষমতায় থাকাকালে ইসরাইলে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর এবং গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানান ইসরাইলের প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন