News71.com
 Bangladesh
 27 Jul 24, 08:36 PM
 32           
 0
 27 Jul 24, 08:36 PM

দেশের অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্র চলছে॥ প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্র চলছে॥ প্রধানমন্ত্রী

 


নিউজ ডেস্কঃ কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতির পেছনে দেশের অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সংঘাতে আহতদের দেখতে শনিবার (২৭ জুলাই) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন-নিটর (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই, অপরাধটা কী করেছি? যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি, আজকে ২০০৮ সালের বাংলাদেশ আর ২০২৪ এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল। ’ ‘মনে হলো এটা আর কিছু না। আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। এটাই বোধ হয় এদের পেছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক। ’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন