News71.com
 Bangladesh
 18 Feb 16, 01:23 AM
 1060           
 0
 18 Feb 16, 01:23 AM

হবিগঞ্জের চার শিশুকে হত্যার ঘটনায় আরও দুজনকে আটক ।।

হবিগঞ্জের চার শিশুকে হত্যার ঘটনায় আরও দুজনকে আটক ।।

নিউজ ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আজ বৃহস্পতিবার আরও দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। তাঁরা হলেন সুন্দ্রাটিকি গ্রামের হাবিবুর রহমান ও রুবেল। এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে আটক করা হয়েছে।

হবিগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, এখন তাঁদের শহরের বহুলা এলাকার এসপি অফিসের কার্যালয়ের নিচতলায় ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। গতকাল রাত সাড়ে আটটার দিকে গ্রামের আবদুল আলী ও জুয়েল মিয়া নামের দুই যুবককে আটক করে বাহুবল থানার পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন