News71.com
 Bangladesh
 01 Aug 24, 04:50 PM
 45           
 0
 01 Aug 24, 04:50 PM

ড. ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহের শামিল॥ ওবায়দুল কাদের

ড. ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহের শামিল॥ ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ওপর বিদেশি হস্তক্ষেপে ড. মুহাম্মদ ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহের শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ আগস্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, মধ্যবর্তী নির্বাচন নিয়ে ড. ইউনূসের দাবি অসাংবিধানিক ও বেআইনি। বাংলাদেশের ওপর বিদেশি হস্তক্ষেপে তার বিবৃতি রাষ্ট্রদ্রোহের শামিল। দেশের বিভিন্ন আদালতে যখন ড. ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অর্থপাচারের মামলা চলছে তখন চলমান বিচার থেকে বাঁচার জন্য তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তার এমন কর্মকাণ্ডের নিন্দা এবং তার বিরুদ্ধে ব্যবস্থার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছে আওয়ামী লীগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন