News71.com
 Bangladesh
 03 Aug 24, 09:33 PM
 474           
 0
 03 Aug 24, 09:33 PM

রাজশাহীতে ৩ পুলিশ বক্স ভাঙচুর॥ শ্রমিক লীগ-ছাত্রলীগের কার্যালয়ে আগুন  

রাজশাহীতে ৩ পুলিশ বক্স ভাঙচুর॥ শ্রমিক লীগ-ছাত্রলীগের কার্যালয়ে আগুন   

নিউজ ডেস্কঃ রাজশাহীতে তিনটি পুলিশ বক্স, রেলওয়ে শ্রমিক লীগের কার্যালয় ও ছাত্রলীগের কার্যালয়ে আগুন এবং ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারীরা। এসময় এক পুলিশ সদস্যকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। হামলা চালানো হয় গণমাধ্যমের কর্মীদের উপর। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর তালাইমারী হয়ে কামারুজ্জামান চত্বর পর্যন্ত শোডাউন দিয়ে আজকের মতো কর্মসূচি স্থগিত করা হয়।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের কোথাও বাঁধা দেওয়া হয়নি। তারা তালাইমারী মোড়ে জমায়েতের পর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিবে পূর্ব ঘোষণা অনুযায়ী তালাইমারী মোড়ে অবস্থান নিতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে তারা স্লোগান দিতে শুরু করেন। জমায়েত কিছুটা বাড়লে তারা হামলা চালান তালাইমারী পুলিশ বক্সে। মোড়ে থাকা পুলিশ বক্সটি ভাঙচুর করা হয়। এরপর সেখানে থাকা পুলিশ সদস্য সাইফুল ইসলামকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সাংবাদিক রাজু আহমেদ ও সামাদ খান পুলিশ সদস্যকে রক্ষায় এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন