News71.com
 Bangladesh
 24 Aug 24, 10:02 AM
 292           
 0
 24 Aug 24, 10:02 AM

রাজশাহীতে লিটন-ডাবলুসহ ৪২ নেতাকর্মীর নাম উল্লেখ করে হত্যা মামলা॥

রাজশাহীতে লিটন-ডাবলুসহ ৪২ নেতাকর্মীর নাম উল্লেখ করে হত্যা মামলা॥

 

নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় রাজশাহী সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৪২ জনের নাম উল্লেখসহ আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন নিহতের বাবা মাইনুল হক (৬০)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট নগরীর শাহ মখদুম কলেজ এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তফা সাকিব আনজুমকে খুব কাছে থেকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মামলার অন্য আসামিরা হলেন- রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, যুবলীগ নেতা জহিরুল হক রুবেল, নগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরমান আলী, ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, সাবেক মেয়র লিটনের পিএস আব্দুল ওহেদ খান টিটু, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি নাইমুল ইসলাম নাইম, ছাত্রলীগ নেতা রোজেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিব, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সেক্রেটারি ফয়সাল আহমেদ রুনু, নগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান বিপ্লব, হরিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেবর আলী, কাটাখালীর সাবেক পৌর মেয়র আব্বাস আলী, পবা উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, ইয়াসিন আলী, গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন সোহেল প্রমুখ। এছাড়া মামলায় আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন