নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে ফায়ার সার্ভিস। আজ রোববার সকাল ৭টা ৪০ মিনিটে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মাঝিঘাটি এলাকার গেরাখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার সজিব মোল্লা। তিনি জানান, বাসের চাকা ব্লাস্ট হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন।
ফায়ার ফাইটার সজিব মোল্লা জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে আসছিল। এ সময় মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মাঝিঘাটি এলাকার গেরাখোলা ব্রিজের কাছে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হওয়ার খবর পাওয়া যায়। এখনো পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ২০ জনের বেশি হবে। সকাল ৭টা ৪০ মিনিটে ফায়ার স্টেশনে খবর আসে। ঘটনাস্থলে ৮টা ৯ মিনিট থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজ চলছে।