News71.com
 Bangladesh
 02 Sep 24, 10:02 AM
 66           
 0
 02 Sep 24, 10:02 AM

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা॥

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা॥

 

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস এই মাসের শেষের দিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দেবেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রধান উপদেষ্টার যাত্রার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন। তৌহিদ আরো বলেন, সফরের আগে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ইউএনজিএ-তে তাঁর সফরসূচি নিয়ে আলোচনা করবেন। ইউনূস নিউইয়র্কে এ সফরকালে সীমিত সংখ্যক সাইডলাইন বৈঠকে অংশ নিতে পারেন বলে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন। রেলওয়ে সেক্টরসহ ভারতের সাথে সাম্প্রতিক স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সমঝোতা স্মারকগুলো বহাল রাখা আইনত বাধ্যতামূলক নয়। জাতীয় স্বার্থ রক্ষার জন্য এ ক্ষেত্রে সর্বদা পর্যালোচনার সুযোগ রয়েছে। সূত্র : বাসস

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন