News71.com
 Bangladesh
 02 Sep 24, 10:02 AM
 61           
 0
 02 Sep 24, 10:02 AM

সেপ্টেম্বরে ফের বন্যার আভাস॥

সেপ্টেম্বরে ফের বন্যার আভাস॥

 

নিউজ ডেস্কঃ অগাস্টের ভয়াবহ বন্যার ধাক্কা সামলে ওঠার আগেই সেপ্টেম্বরে দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া অফিস বলছে, সেপ্টেম্বরে‘স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা’ আছে। তবে এর মধ্যেও এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ বছর বর্ষার শুরুতে জুনের দ্বিতীয়ার্ধে দেশে ভারি বর্ষণ ও উজানের ঢলে বন্যার কবলে পড়ে উত্তর-পূর্বাঞ্চল। ঈদের উৎসবের আগে ও পরে দুই সপ্তাহ ধরে দুর্ভোগে কাটে সিলেট, সুনামগঞ্জসহ আশপাশের জেলার বাসিন্দাদের। সে সময় উত্তরাঞ্চলেও পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন