News71.com
 Bangladesh
 04 Sep 24, 10:18 AM
 49           
 0
 04 Sep 24, 10:18 AM

গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫১॥

গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫১॥

 

নিউজ ডেস্কঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ-ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় দুই গ্রুপে অন্তত ৫১ জন আহত অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে। ববির একটি বাসে ভাঙচুর করেছে বিএম কলেজ শিক্ষার্থীরা। এরপর ববি শিক্ষার্থীরা বিএম কলেজ এলাকায় গিয়ে কলেজের তিনটি বাস ভাঙচুর করে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে শুরু হয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত আড়াইটায় হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া চলছিলো। এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান।

ওসি বলেন, সোমবার রাতে বিএম কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে ববি শিক্ষার্থীরা। এ ঘটনার পর মঙ্গলবার রাত ১১টার দিকে বটতলা এলাকায় অবস্থানকালে দুইজন ববি শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজ শিক্ষার্থীরা। আহত দুই ববি শিক্ষার্থীকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি করেছি। দুই ববি শিক্ষার্থীর মারধরের খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন