News71.com
 Bangladesh
 04 Sep 24, 10:18 AM
 43           
 0
 04 Sep 24, 10:18 AM

মানি এক্সচেঞ্জ হাউজে ডলার এনডোর্সমেন্টের সীমা বাড়লো॥

মানি এক্সচেঞ্জ হাউজে ডলার এনডোর্সমেন্টের সীমা বাড়লো॥

 


নিউজ ডেস্কঃ মানি এক্সচেঞ্জ হাউজের ডলার এনডোর্সমেন্টের সীমা ১ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার ডলার করার বিষয়ে অনুমোদন দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গতকাল সোমবার মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে গভর্নর এমন সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর সভাপতি এম এস জামান। তিনি জানান, 'মিটিংয়ে আমাদের মৌলিক অধিকারগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো আমরা পেয়েছি। গভর্নর বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে নির্দেশনাও দিয়ে দিয়েছেন।''এখন থেকে মানি এক্সচেঞ্জগুলোকে পাসপোর্ট ছাড়া এনআইডি দিয়েও বৈদেশিক মুদ্রা ক্রয় করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করার ক্ষেত্রে প্রমাণ হিসেবে আমরা এনআইডির তথ্য দেখাতে পারব' বলে জানিয়েছেন এম এস জামান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন