নিউজ ডেস্ক: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের বিরোধী দলীয় নেতা ও মন্ত্রীগণ ফুল দিয়ে বেরিয়ে যাওয়ার পর বিশেষ ব্যবস্থাপনায় ফুল দিতে ডিএমপির অনুমতি নিতে হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। অনুমতি না নিলে জনসাধারণের মতোই ফুল দিতে হবে তাকে। এ ছাড়া ভিআইপিগণ যে রাস্তা দিয়ে প্রবেশ ও বাহির হবেন, সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না খালেদা জিয়া।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আছাদুজ্জামান মিয়াকে প্রশ্ন করা হয়, হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে শহীদ মিনারে প্রবেশ করবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভিআইপি ব্যক্তিগণ ও কূটনীতিকগণ। সেই রাস্তা দিয়েই কি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রবেশ করতে পারবেন?
জবাবে ডিএমপি কমিশনার খালেদা জিয়ার নাম উল্লেখ না করে বলেন, ‘একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে নিয়ম মেনে চলা আমার কর্তব্য। আমি আগেই বলেছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, কূটনীতিকবর্গ শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পরে যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের কাছে অনুরোধ করেন, আমরা তাকে দোয়েল চত্বর দিয়েই নির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেব।’