News71.com
 Bangladesh
 16 Sep 24, 06:15 PM
 35           
 0
 16 Sep 24, 06:15 PM

চার শর্তে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দিতে চায় বিশ্বব্যাংক॥

চার শর্তে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দিতে চায় বিশ্বব্যাংক॥

নিউজ ডেস্কঃ দেশের ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার এবং কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালীকরণে ১০০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ ঋণে নিতে চার শর্ত মানতে হবে।রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক এ শর্ত বেঁধে দেয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান, এসব ঋণ পেতে কিছু শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এর মধ্যে বেসরকারি খাতে ঋণ ব্যবস্থাপনা কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ এবং নতুন গঠিত টাস্কফোর্সের অধীনে ফরেনসিক নিরীক্ষার কার্যপরিধি নির্ধারণ করতে হবে। তবে শর্তগুলোর ৫০ শতাংশের বিষয়ে ইতোমধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের এই ১০০ কোটি ডলার ঋণের মধ্যে ৭৫ কোটি ডলার ব্যয় করতে হবে নীতি সংস্কারের জন্য। এই ঋণ পেতে বাংলাদেশকে যেসব শর্ত মানতে হবে, সেগুলো হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়ে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাঠামো তৈরি এবং কোনো ঋণের প্রকৃত সুবিধাভোগী কে হবেন, তা নির্ধারণে নীতি প্রণয়ন করা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ফরেনসিক নিরীক্ষা করলে সেটির কার্যপরিধি কী হবে, তা নির্ধারণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকে বিধিবিধান বাস্তবায়নে (এনফোর্সমেন্ট) পৃথক বিভাগ গড়ে তুলতে হবে। আগামী ডিসেম্বরে এই সহায়তা পাওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া বাকি ২৫ কোটি ডলার ঋণ মিলবে বিনিয়োগ ঋণ ও গ্যারান্টি–সুবিধা হিসেবে ব্যবহারের জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন