News71.com
 Bangladesh
 16 Sep 24, 06:16 PM
 39           
 0
 16 Sep 24, 06:16 PM

অবৈধভাবে ধোবাউড়া সীমান্ত পারের সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক॥

অবৈধভাবে ধোবাউড়া সীমান্ত পারের সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক॥

 

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আজ সোমবার ভোর ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।আটকেরা হলেন একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও তাঁদের বহন করা প্রাইভেট কারের চালক। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি প্রাইভেট কারসহ চারজনকে পুলিশে দিয়েছে এলাকাবাসী।’

স্থানীয়দের বরাত দিয়ে ওসি চাঁন মিয়া জানান, ধোবাউড়া সীমান্ত হয়ে ভারতে পালানোর সময় এলাকাবাসী মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করে। তাঁদের বহন করা প্রাইভেট কার আটক করা হয়। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানা-হেফাজতে নিয়ে আসে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি চাঁন মিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন