নিউজ ডেস্কঃ টানা ৩৬ ঘণ্টা ধরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। তবে দীর্ঘ সময় যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক ব্যবহারকারীরা। সমস্যা সমাধানে এগিয়ে আসেনি কোনো পক্ষই। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থানা রোড এলাকায় গিয়ে দেখা গেছে এ চিত্র। এর আগে সোমবার সকাল ৯টার দিকে মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। খোঁজ নিয়ে জানা যায়, দাবি আদায় না হওয়ায় গতকাল থেকেই সড়ক অবরোধ করে চলছে আন্দোলন। ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মালিকপক্ষের কাউকে আন্দোলন থামাতে দেখা যায়নি। এতে বেড়েছে যানবাহনের সারি। দূরপাল্লার অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটে রওনা করতে দেখা গেছে।