নিউজ ডেস্ক: পুকুরে গোসল করার সময় নারীদের উত্যক্ত করার প্রতিবাদ করার জেরধরে এলাকার চিহ্নিত বখাটে যুবকেরা একজনকে কুপিয়ে ও দুইজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বরিশাল জেলার গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসষ্ট্যান্ডে।
জানা গেছে, ওই গ্রামের বয়াতী বাড়ির পাশ্ববর্তী পুকুরে নারীরা গোসল করার সময় তাদের বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছিলো পাশ্ববর্তী পশ্চিম খাঞ্জাপুর গ্রামের সিরাজুল হাওলাদারের বখাটে পুত্র রানা হাওলাদার ও তার সহযোগীরা। এ ঘটনায় বুধবার দুপুরে স্থানীয়রা রানাকে মারধর করে। ওই ঘটনার জেরধরে বৃহস্পতিবার সকালে রানা হাওলাদারের নেতৃত্বে তার সহযোগী সাইফুল ইসলামসহ ৭/৮জন বখাটেরা ভূরঘাটা বাসষ্ট্যান্ডের সন্নিকটে বসে হামলা চালিয়ে মিলন মোল্লাকে কুপিয়ে এবং আল-আমিন বয়াতী ও রুবেল বয়াতীকে পিটিয়ে গুরুতর জখম করে।