News71.com
 Bangladesh
 04 Oct 24, 06:52 PM
 47           
 0
 04 Oct 24, 06:52 PM

পাহাড়ি ঢলে প্লাবিত শেরপুরের সীমান্তবর্তী এলাকা॥পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা

পাহাড়ি ঢলে প্লাবিত শেরপুরের সীমান্তবর্তী এলাকা॥পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা

 

নিউজ ডেস্কঃ দুই দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে শেরপুর জেলার অন্তর্গত সীমান্তবর্তী বেশকিছু এলাকা মারাত্মকভাবে বন্যাকবলিত হয়ে পড়েছে। শেরপুরের ঝিনাইগাতীর মহারশি, নালিতাবাড়ীর ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছাড়িয়েছিল আগেই। এরপর নদীর পানি উপচে প্রবেশ করেছে লোকালয়ে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তারা জানিয়েছে, শুক্রবার (৪ অক্টোবর) সকালে নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্টে ১৭২ সেন্টিমিটার, নালিতাবাড়ী পয়েন্টে ৫৬ সেন্টিমিটার এবং চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৫২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেশকিছু জায়গায় নদীর বাঁধ ভেঙে গিয়ে নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া শেরপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলা শহরের বিভিন্ন এলাকায়। এতে প্রধান সড়ক, অলিগলি, বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের দালান ডুবে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর পানি ক্রমাগত বাড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন