News71.com
 Bangladesh
 04 Oct 24, 06:53 PM
 42           
 0
 04 Oct 24, 06:53 PM

আটকে পড়া ১৮ হাজার শ্রমিকের বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া॥ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম

আটকে পড়া ১৮ হাজার শ্রমিকের বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া॥ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম

 

নিউজ ডেস্কঃ টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার শ্রমিককে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম জানান, 'ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করব।' বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, 'মালয়েশিয়ার শ্রমবাজারে প্রথম পর্যায়ে ১৮ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে।'

সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস বলেন, 'আমার পুরনো বন্ধু এবং বাংলাদেশের পুরনো বন্ধুর আগমনে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফর।' 'আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছি, যেখানে তারুণ্যের শক্তি ব্যবহার করে সামনে এগোনোর বিষয়ে একমত হয়েছি। অর্থনৈতিক, সাংস্কৃতিক, এবং রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে, যাতে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন