News71.com
 Bangladesh
 06 Oct 24, 10:28 AM
 50           
 0
 06 Oct 24, 10:28 AM

বাংলাদেশের নতুন টাকা থেকে বাদ যাচ্ছে ব্যক্তির ছবি॥

বাংলাদেশের নতুন টাকা থেকে বাদ যাচ্ছে ব্যক্তির ছবি॥

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশে ব্যাংকের কাছ থেকে সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে নতুন নকশার ব্যাংক নোট থেকে শেখ মুজিবের ছবি ছাড়াই বাজারে ব্যাংক নোট আসছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, প্রায় ৬ মাসের মধ্যে নতুন নকশা জমা দেবে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি নোটের জন্য ৪টি ভিন্ন ডিজাইন জমা দেয়া হবে। বর্তমান নোটগুলো ধীরে ধীরে পরবর্তী কয়েক বছরের মধ্যে নতুন নোটগুলোর সঙ্গে প্রতিস্থাপিত হবে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তারা বলেন, বাংলাদেশের সব ধরনের নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলার সম্ভাবনা রয়েছে। কারণ সরকার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি রাখতে চাইলে নতুন ডিজাইনের নোট ছাপানোর কোনো প্রয়োজন হতো না। গত ২৯শে সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এলিশ শরমিন স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়। অনুরোধে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন এডভাইজরি কমিটির সুপারিশ চাওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন