নিউজ ডেস্কঃ বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সম্প্রতি ‘হয়রানিমূলক মামলা’ হওয়ার কথা তুলে ধরে সেগুলো পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে মামলাগুলো পর্যবেক্ষণে আট সদস্যের একটি কমিটি করা হয়েছে, যেটির প্রধান থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার)। এ কমিটি মামলাগুলো পর্যবেক্ষণের পাশাপাশি সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করবে।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে গুলি ও সহিংসতায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। এসব হত্যাকাণ্ডের ‘সহযোগী ও উস্কানিদাতা’ হিসেবে সাংবাদিকদেরও হত্যা মামলায় আসামি করা হয়েছে। এরইমধ্যে অন্তত চারজন সাংবাদিক এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন; অনেকে আত্মগোপনে আছেন বা প্রকাশ্যে আসছেন না। হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততা না থাকলেও অনেক সাংবাদিককে ঢালাওভাবে মামলার আসামি করার আলোচনা-সমালোচনার মধ্যে এ কমিটি গঠন করা হল।