নিউজ ডেস্কঃ নির্বাচনের সাড়ে তিন বছর পর নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয় মঙ্গলবার সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর জায়গায় শাহাদাতকে মেয়র ঘোষণা করে গেজেট সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব আতিয়ার রহমান বলেন, আইন মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে শাহাদাতের প্রজ্ঞাপন জারি হয়েছে। এখন স্থানীয় সরকার বিভাগে গেজেট পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপ সরকার নেবে। ২০২১ সালের ২৭ জানুয়ারি হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে জয়ী হন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহাদাত ধানের শীষ প্রতীকে পান ৫২ হাজার ৪৮৯ ভোট।