News71.com
 Bangladesh
 09 Oct 24, 11:04 AM
 50           
 0
 09 Oct 24, 11:04 AM

শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ॥ সারাদেশের ৩১ হাজার ৪৬১ মন্ডপে পালিত হচ্ছে পূজো

শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ॥ সারাদেশের ৩১ হাজার ৪৬১ মন্ডপে পালিত হচ্ছে পূজো

নিউজ ডেস্কঃ ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ বুধবার শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের এই উৎসব আনন্দমুখর করে তুলতে নানা আয়োজন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মণ্ডপে মণ্ডপে হবে দেবী দুর্গার আরাধনা। এবার সারাদেশে দুর্গাপূজা হচ্ছে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে, যা গতবারের চেয়ে ৯৪৭টি কম।শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। তা সত্ত্বেও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে এক ধরনের শঙ্কা। তবে নিরাপদে ও উৎসবের আমেজে পূজার আনন্দ ভাগাভাগি করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির হিসাব অনুযায়ী, এবার দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা হচ্ছে। গত বছর এই সংখ্যা ছিল ৩২ হাজার ৪০৮। তবে ঢাকা মহানগরে এবার চারটি পূজামণ্ডপ বেড়ে ২৫২টি হয়েছে, যা গত বছর ছিল ২৪৮টি।গতকাল মঙ্গলবার এ দুই সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে প্রস্তুতি নিতে না পারা এবং বন্যার কারণে এবার পূজার সংখ্যা কমেছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘১৮টি মন্দিরে প্রতিমা ভাঙা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ১৫টি। আর গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। এটি একটি দ্রুত সাড়া, যা আমাদের সব সময়ের দাবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন