News71.com
 Bangladesh
 29 Jul 25, 11:05 PM
 5           
 0
 29 Jul 25, 11:05 PM

আইজিপির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ॥  

আইজিপির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ॥   

নিউজ ডেস্কঃ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র‍্যাপোর্টিয়ার অন এক্সট্রা জুডিশিয়াল, সামারি অর অ্যারবিট্রেরি এক্সিকিউশন। মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতকালে পুলিশের ফরেনসিক ল্যাব, ময়নাতদন্ত ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এ সময় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ মানবাধিকারের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আইন প্রয়োগে সচেষ্ট আছে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান এবং অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স) মো. আশিক সাঈদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন