নিউজ ডেস্কঃ চাঁদাবাজি রোধ এবং সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করার জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৪ অক্টোবর) বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন ও কৃষি উপদেষ্টা লে. জে. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সহ সংশ্লিষ্ট সাতজনকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম মাহমুদ। নোটিশে আগামী ১০ দিনের মধ্যে কৃষক পর্যায়ে থেকে সরাসরি পাইকারী বাজারে অবাধে পণ্য প্রবেশের পরিবেশ তৈরি করা; ফরিয়া ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া ও তাদের আইনের আওতায় আনা; প্রতিটি বাজারে ব্যবসায়িক সমিতির নেতাদেরকে জবাবদিহীতার আওতায় আনা; পাইকারী বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে তাদের আইনের আওতায় আনা; জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় পর্যাপ্ত অভিযান পরিচালনা করে চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার বাস্তবিক ব্যবস্থা গ্রহণ করা; অসাধু-মজুতদারদের আইনের আওতায় আনার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পর্যাপ্ত অভিযান পরিচালনা করা এবং নোটিশ গ্রহীতাদের আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীদের শুক্রবার ব্যতিত অন্যান্য ছুটি বাতিল ঘোষণা করে অস্বাভাবিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা; এবং দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।