News71.com
 Bangladesh
 14 Oct 24, 07:06 PM
 48           
 0
 14 Oct 24, 07:06 PM

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনা মোতায়েন চেয়ে লিগ্যাল নোটিশ॥

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনা মোতায়েন চেয়ে লিগ্যাল নোটিশ॥

নিউজ ডেস্কঃ চাঁদাবাজি রোধ এবং সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করার জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৪ অক্টোবর) বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন ও কৃষি উপদেষ্টা লে. জে. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সহ সংশ্লিষ্ট সাতজনকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম মাহমুদ। নোটিশে আগামী ১০ দিনের মধ্যে কৃষক পর্যায়ে থেকে সরাসরি পাইকারী বাজারে অবাধে পণ্য প্রবেশের পরিবেশ তৈরি করা; ফরিয়া ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া ও তাদের আইনের আওতায় আনা; প্রতিটি বাজারে ব্যবসায়িক সমিতির নেতাদেরকে জবাবদিহীতার আওতায় আনা; পাইকারী বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে তাদের আইনের আওতায় আনা; জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় পর্যাপ্ত অভিযান পরিচালনা করে চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার বাস্তবিক ব্যবস্থা গ্রহণ করা; অসাধু-মজুতদারদের আইনের আওতায় আনার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পর্যাপ্ত অভিযান পরিচালনা করা এবং নোটিশ গ্রহীতাদের আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীদের শুক্রবার ব্যতিত অন্যান্য ছুটি বাতিল ঘোষণা করে অস্বাভাবিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা; এবং দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন