News71.com
 Bangladesh
 15 Oct 24, 10:26 PM
 22           
 0
 15 Oct 24, 10:26 PM

আইনজীবীর সঙ্গে বিতণ্ডার পর ভেঙে দেওয়া হলো হাইকোর্ট বেঞ্চ॥

আইনজীবীর সঙ্গে বিতণ্ডার পর ভেঙে দেওয়া হলো হাইকোর্ট বেঞ্চ॥

 

নিউজ ডেস্কঃ বেঞ্চ অফিসাররা অনিয়ম করে কার্যতালিকায় মামলা ওঠানো হয় অভিযোগ আনেন এক আইনজীবী। এরপর ওই আইনজীবীর সঙ্গে সংশ্লিষ্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে প্রধান বিচারপতির কাছে আবেদন করেন বেশ কয়েকজন আইনজীবী। এরপর মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় ওই বেঞ্চ ভেঙে দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতির কাছে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, হাইকোর্ট বিভাগের মূল ভবনের ৭ নম্বর এজলাসে অবকাশকালীন এখতিয়ারাধীন শুরু থেকেই মামলার কার্যতালিকা তৈরি ও শুনানিতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়ে আসছে। এ বিষয়গুলো নিরসনের জন্য আইনজীবী সমিতির প্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার পরও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।অভিযোগে আরও বলা হয়, মঙ্গলবার সকালে মেনশনের সময় আইনজীবীদের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন