নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটি দ্রুতই গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আজ শনিবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাহফুজ আলম বলেন, ‘স্যার পরিষ্কার করে বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য দ্রুতই সার্চ কমিটি করা হবে। বিধি অনুয়ায়ী এতে ছয়জন সদস্য থাকার কথা। এ ছাড়া আরও যে বিধিমালা অনুযায়ী যা যা করার দরকার তা করা হবে। এটার ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের পরবর্তী কার্যক্রম হিসেবে কবে, কীভাবে নির্বাচন হবে, ভোটার তালিকা হালনাগাদ হতে শুরু করে আরও অন্যান্য যা প্রয়োজন তা নিয়ে আলোচনা হবে। সমান্তরালে সংস্কার কমিশনগুলো কাজ করে যাবে।’ ‘রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আওয়ামী লীগ ও তাদের শরিকদের নিষিদ্ধের দাবি এসেছে। তাদের রাজনীতি কীভাবে সীমাবদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনা এসেছে। গত যে তিনটি নির্বাচন হয়েছে তা অবৈধ, এ তিনটা নির্বাচন কীভাবে অবৈধ ঘোষণা করা যায়, তা নিয়ে অভিমত ব্যক্ত করেছেন। গণপরিষদ নির্বাচনের বিষয়ে একটি দল বলেছে।’