নিউজ ডেস্কঃ টানা ১১ দিনের ছুটি শেষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রোববার (২০ অক্টোবর) খুলে দেওয়া হয়েছে।সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মী পূজা, মুসলমান সম্প্রদায়ের ফাতেহা ইয়াজদাহম এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণ্য পূর্ণিমা উপলক্ষে স্কুল, কলেজ ও মাদরাসায় এই ছুটি ছিল। শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, গত ৯ অক্টোবর থেকে এ ছুটি শুরু হয়। তবে শেষের সাপ্তাহিক দুদিন ছুটি মিলে টানা ১১ দিন ছুটি ছিল।